গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে ভারতে ২ হাজার ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে মোট মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ৫৯৫ জন ছাড়িয়েছে। আর তাতে এক মাসে ভারতে সর্বোচ্চ মৃত্যুর আগের সব রেকর্ড ভেঙে গেছে মাত্র ২৬ দিনে।
এর আগে গেল বছরের সেপ্টেম্বরে ভারতে এক মাসে সর্বোচ্চ ৩৩ হাজার ২৩০ জনের মৃত্যু হয়েছিল। আর চলতি বছরের এপ্রিলের মাত্র ২৬ দিনেই মারা গেছে সাড়ে ৩৫ হাজারের অধিক। তার মধ্যে গেল এক সপ্তাহেই মারা গেছে ১৭ হাজার ৩৩৩ জন।
চলতি বছরের মার্চে ভারতে মারা গিয়েছিল ৫ হাজার ৬৫৬ জন। এপ্রিলে এসে সেটা ৬ গুণ বেড়েছে। বাকি চারদিন শেষে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখার বিষয়।
সোমবার টানা সপ্তম দিনের মতো ভারতে একদিনে দুই সহস্রাধিক লোকের মৃত্যু হয়েছে। আর টানা ষষ্ঠ দিনের মতো আক্রান্ত হয়েছে ৩ লক্ষাধিক মানুষ। এদিন ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ২০ হাজার মানুষ।