সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের ব্যাপারে সম্পূর্ণ বিপরীত সুরে কথা বলেছেন। টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, ইরানের সঙ্গে তিনি তার দেশের ভালো সর্ম্পক চান।
বহু বছর ধরেই ইরানকে আঞ্চলিক শত্রু হিসেবে বিবেচনা করে আসছে সৌদি। সর্বশেষ ২০১৬ সালে ইরানের বিক্ষোভকারীরা সৌদি দূতাবাসে হামলা চালালে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। তবে সম্প্রতি দুই দেশের সম্পর্ক উন্নয়নে গোয়েন্দা পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে কয়েকটি সংবাদমাধ্যম।
মঙ্গলবার রাতে মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টারে সম্প্রচারিত সাক্ষাৎকারে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘ইরান প্রতিবেশী দেশ এবং আমরা দেশটির সঙ্গে সব ধরনের ভালো ও বিশেষ সম্পর্ক প্রত্যাশা করি।’
তিনি বলেন, ‘আমরা ইরানের জটিল পরিস্থিতি চাই না। বিপরীতভাবে বলতে গেলে, আমরা চাই ইরান বেড়ে উঠুক এবং এই অঞ্চল ও বিশ্বকে সমৃদ্ধের দিকে নিয়ে যাক।’