মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বর্তমানে করোনার প্রকোপ অনেকটাই কমে আসছে। যার ফলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে।
আগামী ১ জুলাই থেকে নিউ ইয়র্কের সবকিছুই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিও। শহরের প্রায় শতভাগ বাসিন্দা এরই মধ্যে ভ্যাকসিনের আওতায় আসায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে ব্লাসিও জানান, নিউ ইয়র্ক সিটির প্রায় ৮০ লাখ বাসিন্দা এরই মধ্যে করোনা টিকা গ্রহণ করেছেন এবং সংক্রমণের হার কিছুটা কমে আসায় নিউ ইয়র্ক সিটি প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে বিধি-নিষেধ তুলে নেওয়া হলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
ব্লাসিও জানান, ১ জুলাই থেকে নিউ ইয়র্ক আবারো আগের রূপে ফিরবে। এর মধ্য দিয়ে আবারো মানুষ কাজে ফিরবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আসন্ন গ্রীষ্ম মৌসুম নিউ ইয়র্কবাসীর জন্য অবশ্যই বিশেষ কিছু হতে যাচ্ছে।