নেপালের চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, ভারতের মতোই বিপর্যয় ঘটাতে পারে মহামারি করোনাভাইরাস।
ভারত সীমান্তবর্তী বাঙ্কি জেলার ভিরি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, যেভাবে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে তাতে এই এলাকা ‘মিনি ভারতে’ পরিণত হয়েছে।
হাসপাতালের প্রধান কনসালটেন্ট রাজন পান্ডে বলেছেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। আমরা এখন নিরুপায় অবস্থায়। হাসপাতালে সেবা দেওয়ার মতো জনবল সংকটে ভুগছি আমরা।’
গত সপ্তাহে এই হাসপাতালের ৮০ জন কর্মীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানী কাঠমান্ডুতে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী হরিদাস ত্রিপাঠি সতর্ক করে দিয়ে বলেছেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানছে। ভাইরাস আরো সংক্রামক ও প্রাণঘাতি হয়ে উঠেছে। নেপালের স্বাস্থ্যখাত মহামারির চাপ সহ্য করতে পারবে না।
প্রসঙ্গত, ভারতে করোনার ভয়াবহ সংক্রমণ চলছে। গত তিন দিন ধরে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভারতে তিন লাখ ৮৬ হাজার ৪৫২ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা পজিটিভ কেস ১ কোটি ৮৭ লাখেরও বেশি।