মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।
তিনি আরো বলেন, পোশাক কারখানায় ৩ দিনের বেশি ছুটি দেওয়া যাবে না।
এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত লকডাউন বা বিধিনিষেধ ঘোষণা করে সরকার। তবে এসময়ে গণপরিবহন, মার্কেট সীমিত সময়ের জন্য চালু রাখা হয়। পরে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য কঠিন লকডাউনে যায় সরকার। সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। এরপর লকডাউন বাড়িয়ে ২৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত করা হয়। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় বিধিনিষেধ আরেক দফা বাড়িয়ে ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত করা হয়েছে।