মহামারি করোনাভাইরাসে প্রতিদিনই ভারতে আক্রান্ত ও মৃত্যুতে নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন করোনায়। একই সমযে এ ভাইরাসে প্রান হারিয়েছেন ৩ হাজার ৯৮২ জন। যা দেশটিতে ১ দিনে আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড। ভারতেই প্রথম দেশ যে, একদিনে এতো বেশি করোনা শনাক্ত ও মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বৃহস্পতিবার (৬ মে) এ রিপোর্ট লেখা পর্যন্ত, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৪১০ জন এবং মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ১৬৮ জন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সারা বিশ্বে গত সপ্তাহে যত মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন তার প্রায় অর্ধেকই ভারত থেকে। শুধু তাই নয়, গত সপ্তাহে বিশ্বে মোট মৃত্যুর চার ভাগের এক ভাগই ভারতে।
করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর এপ্রিলের প্রথম থেকেই ভারতে বাড়তে শুরু করে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েক সপ্তাহে তা চরমে পৌঁছেছে। গত ১৪ দিন ধরে দেশের দৈনিক সংক্রমণ রয়েছে ৩ লাখের বেশি। গত ১০ দিন তা সাড়ে ৩ লাখের বেশি রয়েছে। ভারতের পেছনে থাকা আমেরিকা এবং ব্রাজিলেও দৈনিক আক্রান্ত হচ্ছে ১ লাখের কম।