পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী ১২ মে চীন থেকে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ৫ লাখ টিকা আসবে।
শনিবার (৮ মে) রাতে তিনি এসব তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায় চীন এবং রাশিয়া থেকে সরকার এতদিন ভ্যাকসিন আনেনি। কিন্তু বর্তমানে প্রয়োজন দেখা দেওয়ায় এবং ভারত ভ্যাকসিন দিতে না পারায় বিশেষ ক্ষমতাবলে চীন থেকে ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’