আফগানিস্তানের কাবুলে একটি স্কুলের পাশে বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অর্ধশতাধিক মানুষ।
শনিবার (৮ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, বিস্ফোরণে অন্তত ৫২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে আহতদের অধিকাংশই শিক্ষার্থী। কী কারণে বিস্ফোরণ ঘটেছে বা এর লক্ষ্যবস্তু কারা ছিল সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গুলাম দস্তগির নাজারি জানান, ৪৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
কোনো গোষ্ঠী এখনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
রয়টার্স জানিয়েছে, যে স্থানটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি কাবুলের শিয়া অধ্যুষিত এলাকার কাছেই। এর আগেও শিয়াদের এলাকায় বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছিল।