মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় একদিনে সর্বোচ্চ ২৬ জন মৃত্যুর রেকর্ড হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৮৩ জন।
রোববার (৯ মে) এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি ডক্টর তান শ্রী নুর হিশাম আব্দুল্লাহ।
ডিজি বলেন, রোববার মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৩৩ জন। যার মধ্যে ৬ জন অন্য দেশ থেকে আসা বাকিরা মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে সংক্রমিত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৪০ হাজার ৬৭৭ জন।
মৃত্যু হয়েছে ২৬ জনের যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গেলো চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ হাজার ২১১ জন। মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ লাখ ১ হাজার ৯৩৪ জন।
মৃতদের মধ্যে ৭ জন সেলাঙ্গড়, ৬ জন কুয়ালালামপুর, ৪ জন জোহর এবং ক্লান্তান ও পাহাং এ ৩ জন, পেনাং এ ২ জন ও সারওয়াকে ১ জন। তারা ৪৬ থেকে ৯০ বছর বয়সী। তারা বেশিরভাগই ডায়াবেটিকস, উচ্চ রক্ত চাপ, স্ট্রোব, কিডনি ও ক্যানসারের রোগী। আক্রান্তদের মধ্যে এখনও আইসিইউতে ৪১৬ জন চিকিৎসাধীন আছে বলে জানান ডিজি ।
এদিকে, সাম্প্রতিক সময়ের অন্যান্য দিনের মতো আজও সবচেয়ে বেশি ১২৭৮ জন আক্রান্ত হয়েছে সেলাঙ্গড় রাজ্যে। বাকিরা সারওয়াক (৪৫৪), জোহর (৩৬৫), কুয়ালালামপুর ( ৩৩৮) এবং পেনাং (২৮০) এ।