মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের দুই প্রদেশে পুনরায় সংক্রমণ দেখা দিয়েছে। এর কারণে স্থানীয়রা ছুটছেন ভ্যাকসিন গ্রহণের জন্য। চীনের বিভিন্ন গণমাধ্যমের বরাতে এসব তথ্য জানা গেছে।
চীনের লিয়াওনিং প্রদেশের বন্দরনগরী ইংকু-তে নতুন করে ৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সেইসঙ্গে ৮ জনের দেহে দেখা গেছে মৃদু উপসর্গ। অন্যদিকে লুয়ান ও হেফেই শহরেও ৭ জনের দেহে সংক্রমণ দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতংক।
যার কারণে, সংক্রমণ থেকে রক্ষায় ভ্যাকসিন নিতে ছুটছেন স্থানীয় চীনা নাগরিকরা। ভ্যাকসিন কেন্দ্রগুলোতে ভিড় করছেন তারা।