ভারতের মুম্বাই উপকূল থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে ঘূর্ণিঝড় তাউটকের প্রভাবে ডুবে গেছে বার্জ পি-৩০৫ নামক একটি জাহাজ। ডুবে যাওয়া জাহাজটি থেকে এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৬১ জন নিয়ে ডুবে যাওয়া এই বার্জের ৫১ জন নাবিক এখনো নিখোঁজ। গেল সোমবার এই বার্জ ডুবির ঘটনা ঘটে।
বুধবার (১৯ মে) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, টুইটারে ডিফেন্স পিআরও এর পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, বার্জ থেকে ১৮৮ জনকে উদ্ধার করে আইএনএন কোচি নামের একটি জাহাজ মুম্বাই বন্দরে ঢুকছে। পোস্টে বলা হয়েছে, উদ্ধারকাজ এখনো চলছে।
অন্যদিকে তাউটকের তাণ্ডবে ভারতে মহারাষ্ট্রে ছয়জন, কেরালায় সাতজন এবং কর্ণাটকেও আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
সোমবার রাতেই গুজরাট উপকূলে ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে তওকতে। এর প্রভাবে প্রচুর বাড়িঘর ভেঙে গেছে। উপড়ে গেছে অনেক গাছ। মুম্বাইয়ের অনেক এলাকা পানির নিচের ডুবে গেছে। উপড়ে পড়েছে গাছ। রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।