অন্বয় প্রকাশ পঞ্চম বর্ষে পদার্পণ করল। পূর্ণ করল চার বছর। ২০১৭ সালের এই দিনে আমেরিকার নিউইয়র্ক -এ মুক্তধারা ফাউণ্ডেশন আয়োজিত (১৯, ২০, ২১ মে) বাংলা উৎসব ও বইমেলায় অন্বয় প্রকাশ প্রথমবারের মতো অংশগ্রহণ করে এবং এই দিনই অন্বয় প্রকাশ আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে।প্রকাশে সত্য সুন্দর ও আনন্দের সঙ্গী। এই স্লোগানকে ধারণ করে আত্মপ্রকাশ করে অন্বয় প্রকাশ। অন্বয় প্রকাশের নান্দনিক লগোটি করে দিয়েছেন বাংলাদেশের প্রচ্ছদশিল্পের জীবন্ত কিংবদন্তী ধ্রুব এষ।
পরবর্তীতে ২০১৮ সালের অমর একুশে বইমেলায় প্রথম অংশগ্রহণসহ সারাদেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের বইমেলায়ও অংশগ্রহণ করে আসছে অন্বয় প্রকাশ। গত চার বছরে অন্বয় প্রকাশ প্রায় দেড়শটি বই প্রকাশ করতে সক্ষম হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বইয়ের সংখ্যাও কম নয় ৫০টি হবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য… দর্শন ও বিজ্ঞান, নওগাঁর শোলাশিল্প, তৃণমূলে একাত্তর, জয়বাংলা আমার নাম, মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাসসমগ্র, অন্য এক শেখ মুজিব, মুজিবনগর সরকার, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বঙ্গবন্ধুঃ বহুমাত্রিক বিশ্লেষণ, শিরোনামহীন কবিতা, হুদা-কথা, অমৃতপথযাত্রী, বীরাঙ্গনা সখিনা, পুরুষনামা, অশ্রুমতি, গল্পের একটা বাড়ি, অন্ধ মাকড়শা, জ্যাকসন হাইটস জার্নাল, খরা, পুরুষ, জলপাই হাওয়া, স্মৃতিতে সংবাদে, মুক্তিযুদ্ধের বাছাই গল্প প্রভৃতি।
সৃজনশীল ও মননশীল বই প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে অন্বয় প্রকাশ। বলা যায়, বিষয়ভিত্তিক সব ধরণের বই প্রকাশ করে ইতোমধ্যে বেশ সাড়া জাগিয়েছে অন্বয় প্রকাশ। অন্বয় প্রকাশ লেখক ও লেখা দুটোকেই সমান গুরুত্ব দেয়। লেখক-পাঠক- শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সহযোগিতায় অন্বয় প্রকাশ এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখে সবসময়।