হামাসের একজন সিনিয়র কর্মকর্তা আশা প্রকাশ করেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী দুই-একদিনের মধ্যেই যুদ্ধবিরতিতে একমত হবে।
বৃহস্পতিবার (২০ মে) বিবিসির এক খবরে এসব কথা বলা হয়েছে।
তবে গতকাল ১৯ মে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েলিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন।’
আলজাজিরার খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও ফিলিস্তিন শহর গাজার নানা স্থাপনায় অন্তত একশ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
নয় দিনের এই হামলায় ২২৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে ৬৪ জন শিশু, ৩৮ জন নারী। আহত হয়েছেন দেড় হাজারের বেশি ফিলিস্তিনি।