জামিনে মুক্ত হওয়ার পর প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের ছোট বোন সাবিনা পারভীন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘রোজিনার শরীর ভালো না। এখন চিকিৎসা দরকার। সুস্থ হওয়ার পর উকিলের সঙ্গে পরামর্শ করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’
রোববার (২৩ মে) রোজিনা মুক্তি পাওয়ার তিনি এ সব কথা বলেন তিনি।
এর আগে রোজিনা ইসলামের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
রোববার বিকেল ৪টা ২০ মিনিটে কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পান রোজিনা ইসলাম। পরে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে যান।
উল্লেখ্য, ১৭ মে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়। রাত সাড়ে আটটার দিকে তাকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত পৌনে ১২টার দিকে রোজিনার বিরুদ্ধে শাহবাগ থানায় দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়।