মহামারি করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে ভারতে। এবার এ ভাইরাসের আক্রান্ত হলেন ‘চিরদিন তুমি যে আমার’ সিনেমাখ্যাত অভিনেতা রাহুল ব্যানার্জি।
করোনা মহামারির কারণে লকডাউন শুরুর আগে ‘দেশের মাটি’ ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল। পরবর্তী সময়ে বাড়িতেই ছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থবোধ করলে কোভিড-১৯ টেস্ট করান এবং ফল পজিটিভ আসে।
অসুস্থ হওয়ার পর থেকেই নিজেকে আলাদা রেখেছেন এই অভিনেতা। শরীর, হাত, পা ব্যাথা এবং শরীরিক দুর্বলতা আছে। তবে শ্বাসকষ্ট নেই। রাহুল জানান, বই পড়ে, সিনেমা দেখেই সময় কাটছে তার। জ্বরটা কমেছে। তাকে আরো ১২ দিন আইসোলেশনে থাকতে হবে।
২০০৪ সালে ‘আবার আসব ফিরে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন রাহুল ব্যানার্জি। ২০০৮ সালে ‘চিরদিন তুমি যে আমার’ চলচ্চিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান। এছাড়া ‘শোন মন বলি তোমায়’, ‘বউ বউ খেলা’, ‘রান’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘লাভ সার্কাস’, ‘গেম’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন রাহুল।