স্থানীয় সময় রোববার দুপুরে ও শনিবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য ওহাইও ও নিউ জার্সিতে পৃথক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনের একটি বারের বাইরে বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হন। স্থানীয় সময় রোববার (২৩ মে) দুপুর ২টার দিকে টর্চ ক্লাব বার ও গ্রিলের বাইরে হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, এ ঘটনায় সম্ভাব্য কোনো সন্দেহভাজন ব্যক্তির বিবরণ প্রকাশ করা হয়নি। তাৎক্ষণিকভাবে বন্দুক হামলার উদ্দেশ্য পরিষ্কার ছিল না। আহতদের সেন্ট এলিজাবেথ ইয়ংস্টাউন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
ইয়াংস্টাউন পুলিশ বিভাগের প্রধান কার্ল ডেভিস বলেছেন, বারটির বাইরে নয় ভেতরে গুলি চালানো হয়।
এদিকে, দেশটির নিউ জার্সির ফেয়ারফিল্ড টাউনশিপের একটি ঘরোয়া পার্টিতে বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত হয়েছেন।
সিএনএন জানিয়েছে, শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে শত শত অতিথির অংশ নেওয়া একটি ঘরোয়া পার্টিতে বিশৃঙ্খলার পর গুলিবর্ষণ শুরু হয়। এতে দু’জন নিহত হন।