পাবনা প্রতিনিধি: ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে পাবনা সদর উপজেলায় দু’টি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স বৃহস্পতিবার দুপুরের ফলক উম্মোচনের মধ্যদিয়ে সড়ক দু’টির উন্নয়নকাজ উদ্বোধন করেন।
এসময় পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নলদহ আরএইচডি থেকে জাফরাবাদ আরএইচডি ভায়া বক্সিপুর সড়ক এবং আতাইকুলা ইউনিয়নের পিরপুর আরএইচডি থেকে কুচিয়ামাড়া বাজার ভায়া শারদিয়ার গোরস্তান সড়ক উন্নয়নকাজের একযোগে শুরু করা হয়।
উদ্বোধনের পর সাংসদ প্রিন্স বক্তব্যে বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকলেও বন্ধ থাকেনি সরকারের উন্নয়ন কাজ। বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা এই করোনাভাইরাসের মধ্যেও দেশের মানুষ ও তাদের সার্বিক উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন।
আতাইকুলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: হান্নানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আতিয়ার হোসেন, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুতাহার হোসেন মুতাই, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি প্রমুখ।