-ফেরদৌস নাহারের
আমার বন্ধুরা আজকাল এমন কিছু বলছে যার মাঝে
ঢুকে পড়ছে অদ্ভুত তথাগত স্বাদ ও গতানুগতিকতার নামতা
আমরা নামের নামে নাম রাখি। কী রাখি আর নাই রাখি
ঝরাদিনের আলো খেয়ে বেঁচে থাকে অর্থহীন আরতি
আমি ভালো আছি বেশ আছি ব্যথার চোটে এক চিলতে
চুমু খাবার নাম ক’রে পালকগুচ্ছ চুলে পরে বেশ আছি
কোথায় চলেছো আজকাল ব্যাগের ভেতরে গল্পসম্ভার আর
ব্যবহৃত পোশাকের ¤øান ঘ্রাণ ঢুকিয়ে নিয়ে?
সারারাত গাঁজা গল্প গালিব আর গলাগলি
হো হো হাসির হল্লায় তোলপাড় টলতে টলতে তোমার দরজায়
হায় ব্যথা দরজা খোলো, খোলো কালের রক্ত কোলাহল
সন্ধ্যার নীলবর্ণ জামা।
চলো ওঠা যাক, এই নিঃশব্দ রাতের শব্দময় পাঠ
ওঠা যাক বিশ্রাম আঘ্রাণে খুঁজে পাওয়া পরম আততায়ী হাত।