স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি রাজধানীর এএমজেড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, স্বাস্থ্যমন্ত্রীর মা ফৌজিয়া মালেক রাজধানীর এএমজেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়।
তিনি জানান, বয়সজনিত রোগে আগে থেকেই ভুগছিলেন তিনি। কিছুদিন ধরে তার অ্যাজমার সমস্যা বেড়েছিল। এর আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিল। সুস্থ হয়ে তিনি করোনা পরবর্তী জটিলতায় ভুগছিলেন।
এদিকে স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।