অনেকটা চুপিসারেই তৃতীয় বিয়ে করলেন প্রধানমন্ত্রী জনসন। ব্রিটিশ ইতিহাসে গত ২০০ বছরের মধ্যে প্রথমবারের মতো ক্ষমতা থাকাকালে বিয়ে করলেন তিনি।
লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে নিশ্ছিদ্র গোপনীয়তার মধ্যে তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটের মুখপাত্র। মাত্র ৩০ জন অতিথি ছিলেন অনুষ্ঠানে। মাত্র আধাঘণ্টার মধ্যে বিয়ের কাজ শেষ হয়ে যায়। আগামী গ্রীষ্মে নবদম্পতি পরিবার ও স্বজনদের সঙ্গে তাদের বিবাহ পরবর্তী অনুষ্ঠান করবেন।
৫৬ বছর বয়সি বরিস জনসনের এটি তৃতীয় বিয়ে এবং ৩৩ বছর বয়সী সিমন্ডসের প্রথম। সিমন্ডস কনজারভেটিভ পার্টির যোগাযোগ সহকারীর দায়িত্ব পালনকালে জনসনের সঙ্গে প্রেমের সূচনা হয়। ওই সময় চার সন্তান নিয়ে দ্বিতীয় স্ত্রী মেরিনা উইলারের সঙ্গে সংসার করছিলেন জনসন। মেরিনার সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষে ২০১৯ সালে সিমন্ডসকে নিয়ে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে থাকতে শুরু করেন জনসন। গত বছর সিমন্ডস পুত্র সন্তানের জন্ম দেন।