-কবি রাকিবুল হক ইবন
‘এক হাজার বছর নরক বাসের পর’- এই
অবিশ্বাস্য রাতে! নিয়ে এসেছি তোমাকে
কোনও এক সেই দিগন্তের ধারে, যখন
সমুদ্র দুরে উঠছিল ফুলে ফুলে তৃপ্তি এনে
শবের কল্পনার : চারিদিকে বনে সন্ধ্যা হয়ে
আসে, ভুলে গেলে তা! পৃথিবীর কেউ
নও তুমি?
চুপচাপ অরণ্যে যেযে,- সমুদ্র নেমে
আসে
...চাঁদের রক্তাক্ত আলোর প্রতি
বিম্বে
অরণ্য থেকে বেরিয়ে পিছনে ফিরতেই
দেখি আমাদের দুজনার ফেলে আসা
অরণ্য দাউ দাউ করে ওঠে! আর ডাকে,
তুমি, কি হল বিস্মৃত? তবে কি
তুমিও-আমাদের পূর্বপুরুষের
মতো গলায় ধারণ করো অকৃতজ্ঞতার
হাত?