বলতে পারেন কতো বছর পর ট্রফি ছাড়া একটা মৌসুম পার করলো রিয়াল মাদ্রিদ। বছরটা হলো ১১। দলের হতাশাজনক পারফরম্যান্সের পর গত সপ্তাহে কোচের চাকরি ছেড়ে দেন জিনেদিন জিদান। তারপর থেকেই তার উত্তরসূরি যাচাই-বাছাই চলছিলো। তবে নতুন কোচ নিয়োগ দিতে বেশি দেরি করেনি রিয়াল। সাবেক কোচ কার্লো আনচেলত্তিকে দলে ফেরালো তারা।
তবে রিয়ালের পছন্দের তালিকায় প্রথম দিকে ছিলেন না আনচেলত্তি। ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রিকে চেয়েছিল তারা, কিন্তু তাকে নিয়েছে জুভেন্টাস। বর্তমানে রিয়ালের কাস্তিয়া দলের কোচ রাউলকেও ভাবছিল তারা। এছাড়া প্রার্থিতায় ছিলেন ইন্টার মিলানকে শিরোপা জেতানো আন্তোনিও কন্তে। শেষ পর্যন্ত আনচেলত্তিকে এভারটনের কাছ থেকে ছিনিয়ে নিলো তারা।
২০১৯ সালের ডিসেম্বরে প্রিমিয়ার লিগ ক্লাবে যান আনচেলত্তি। আরো তিন বছরের চুক্তি ছিল। কিন্তু রিয়ালের আগ্রহে আর পিছুটান রাখেননি। এভারটনকে ক্ষতিপূরণ দিতে হবে জেনেও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন।
২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই ক্লাবে ছিলেন আনচেলত্তি। ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগ জেতেন, একই বছর কোপা দেল রে, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছিল রিয়াল।