বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবার চীনের সিনোভ্যাক বায়োটেকের উৎপাদন করা করোনা টিকার অনুমোদন দিয়েছে। এটি চীনের অনুমোদন পাওয়া করোনার দ্বিতীয় টিকা।
মঙ্গলবার (১ জুন) সংবাদ সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে।
এর ফলে দরিদ্র দেশগুলোতে চীনের এই টিকা সহজে পাওয়ার উপায় তৈরি হল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন মূলত টিকার নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে জাতীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের জন্য সবুজ সংকেত।
মূলত দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহের কর্মসূচি কোভ্যাক্সে এই টিকার অন্তর্ভুক্তির অনুমোদন পাওয়া যাবে। এই মুহূর্তে ভারত করোনা টিকা রপ্তানি বন্ধ করে দেওয়ায় কর্মসূচিটি সরবরাহ সমস্যার মুখোমুখি।
এক বিবৃতিতে সংস্থাটির বিশেষজ্ঞদের স্বতন্ত্র প্যানেল জানায়, ১৮ বছরের বেশি বয়সিদের সিনোভ্যাকের টিকার প্রথম ডোজ দেওয়ার দুই থেকে চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিতে হবে। যদিও সিনোভ্যাকের টিকার ডেটা থেকে জানা যায় এই টিকার ক্ষেত্রে কোনো বয়সসীমা নেই কারণ বয়স্কদের উপরেও এটি কার্যকর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস চীনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এ টিকা নিরাপদ, কার্যকর এবং সংরক্ষণেও সহজ যা স্বল্প আয়ের দেশগুলোর জন্য উপযুক্ত।