মিয়ানমারে সামরিক জান্তার সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে।
শনিবার (৫ মে) আইইরাবতি বদ্বীপ অঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
গত ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে সেনাবিরোধী বিক্ষোভ হয়ে আসছে। একই সময় সীমান্ত এলাকাগুলোতে সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলো সেনাদের অবস্থানে হামলা চালাচ্ছে।
রয়টার্স জানিয়েছে, আইইরাবতি বদ্বীপ অঞ্চলটির সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠী বামার উপজাতির। দেশের ধান উৎপাদনের ক্ষেত্রে এই অঞ্চলের গুরুত্ব অনেক বেশি। ভোরে কিওনপাইঅ এলাকায় অস্ত্র লুকানো ও বোমা বিস্ফোরণে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে এলে সেনাদের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ বেঁধে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেছেন, ‘গ্রামবাসীদের কাছে শুধু তীর-ধনুক ছিল এবং হতাহতের সংখ্যা অনেক বেশি।’
স্থানীয় সংবাদমাধ্যম খিত থিত মিডিয়া ও বিবিসি বার্মিজ জানিয়েছে, সেনাদের গুলোতে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।