দেশের স্থানীয় এক বাসিন্দার হাতে চড় খেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি দেশরে দক্ষিণ-পূর্বাঞ্চলে সরকারি সফরে গিয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৮ জুন) বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভ্যালেন্সের টাইন-আ’হারমিটাজ সফরকালে ব্যারিকেডের বাইরে দাঁড়ানো মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন ম্যাক্রোঁ। এক পর্যায়ে তিনি সবুজ টি-শার্ট পরা এক ব্যক্তির হাত ধরেন। ওই ব্যক্তি প্রেসিডেন্টকে চড় মারেন। নিরাপত্তা কর্মকর্তারা ম্যাঁক্রোকে দ্রুত সরিয়ে নেন এবং হামলাকারীকে আটক করেন। ওই সময় হামলাকারী ‘ম্যাক্রোঁবাদ নিপাত যাক’ স্লোগান দেয়। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, চড় খাওয়ার কিছুক্ষণ পরই ম্যাক্রোঁ ব্যারিকেডের কাছে যান এবং সেখানে থাকা মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।