ইন্দোনেশিয়ার মালাকুতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় বুধবার (১৬ জুন) বেলা ১১টা ৪৩ মিনিটের সময় পূর্বাঞ্চলীয় প্রদেশে এটি আঘাত হানে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মালাকু টেঙ্গাহ জেলার ৬৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের মধ্যে অবস্থিত, যেখানে ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ২০০৪ সালের ডিসেম্বরে দেশটির সুমাত্রা উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনায় দুই লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হয়, যাদের মধ্যে এক লাখ ৭০ হাজার ছিল ইন্দোনেশীয়। গত এপ্রিলে জাভা দ্বীপে ৬ মাত্রার ভূমিকম্প হয়। ওই ঘটনায় মারা যায় অন্তত ছয় জন।