ভুটানের পার্বত্য অঞ্চলে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুন) এই ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছে এবং সাত জন নিখোঁজ রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাজধানী থিম্পু থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে লায়া এলাকার কাছে শিবির করেছিল স্থানীয় গ্রামবাসী। তারা সেখানে অবস্থান নিয়ে পাহাড় থেকে ওষুধের জন্য ব্যবহৃত ফাঙ্গাস করডিসেপস সংগ্রহ করতো। মধ্যরাতের পর হঠাৎ করে ঢল নামলে তাদের শিবির প্লাবিত হয়।
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এক বিবৃতিতে বলেছেন, ‘উঁচুভূমিতে করডিসেপস সংগ্রহকারী এক দল মানুষের সঙ্গে যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে তাতে আজ আমাদের হৃদয় লায়ার মানুষদের সঙ্গে রয়েছে।’
স্থানীয় সংবাদপত্র দ্য ভুটানিজ বলেছে, ‘ধারণা করা হচ্ছে উজান থেকে নেমে আসা ঢল মানুষগুলোকে ভাসিয়ে নিয়ে গেছে।’
সবচেয়ে কাছের সড়ক থেকে ঘটনাস্থলে পৌঁছতে ১১ ঘণ্টা হেঁটে যেতে হয়। আহতদের উদ্ধারে দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।