-সম্পর্ক ডেস্ক
“বাংলাদেশ থিয়েটার টরন্টো”, অন্য থিয়েটার টরন্টো” এবং “থিয়েটার ফোকস টরন্টো” টরন্টোর এই তিনটি নাট্যদলের উদ্যোগে জুলাই ৬-৭ দুইদিনব্যাপি “টরন্টো থিয়েটার ফেস্টিভ্যাল ২০১৯” অনুষ্ঠিত হলো নগরীর ফেয়ারভিউ লাইব্রেরী থিয়েটারে।
থিয়েটার ফেস্টিভ্যালের শ্লোগান ছিল “আন নব উল্লাস হিল্লোল”। এই নাট্য উৎসবে আমেরিকার একটি সহ ছয়টি নাট্যদল দুইদিনে মোট সাতটি নাটক মঞ্চস্থ করে। ডিসি মেট্রো থিয়েটার (ইউএস) – দর্পন (হ্যামলেট) কট-টু-কাট, ইতিহাস দেশ সমাজ- ইচ্ছা পূরণ, অন্যথিয়েটার টরন্টো – আত্মহননের পূর্বরাত্রিতে ও অতঃপর হরেন মন্ডল, বাংলাদেশ থিয়েটার টরন্টো- এক যে ছিলো দুই হুজুর, টরন্টো থিয়েটার ফোকস- টেলস অব বাংলাদেশী ডায়াস্পোরা এবং টরন্টো বেঙ্গলী ড্রামা গ্রæপ – হঠাৎ দেখা নাটকগুলি মঞ্চস্থ করে।
প্রথম দিন নাটক মঞ্চায়নের পূর্বে “অভিবাসীর নাট্যচর্চাঃ বাঙ্গালীর রূপ-অরূপের খোঁজ“ এই শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ম‚ল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিথুন আহমেদ। এতে আলোচনায় অংশ গ্রহণ করেন কবি আসাদ চৌধুরী ও হাসান মাহমুদ।
সেমিনারের পর টরন্টোর সুপরিচিত নাচের স্কুল “সুকন্যা নৃত্যাঙ্গন”এর শিক্ষার্থীরা অরুনা হায়দারের নির্দেশনায় নৃত্য পরিবেশন করে।
এরপর শুরু হয় দিনের প্রথম নাটক অন্যথিয়েটার টরন্টোর – “আত্মহননের পূর্বরাত্রিতে”। রচনা – লুৎফর রহমান রিটন, পরিচালনা-আহমেদ হোসেন। অভিনয় করেন টরন্টোর জনপ্রিয় সংগীত শিল্পী ফারহানা শান্তা।
দ্বিতীয় নাটক ছিল ’টরন্টো থিয়েটার ফোকস’এর পারভেজ চৌধুরী, নয়ন হাফিজ এবং ইমামুল হকের পরিচালনায় -“টেলস অব বাংলাদেশী ডায়াস্পোরা”। অভিনয় করেন ফারজানা বিন্দু, সবিতা সোমানী, শারমিন শরমি, শ্যামল মাহমুদ, জাহান আরশাদ, আতিকুল ইসলাম, আরিফ ভুঁইয়া ও সোমা দত্ত।
প্রথম দিনের শেষ নাটক ছিল ডিসি মেট্রো থিয়েটার (ইউএস) পরিবেশিত উইলিয়াম শেক্সপিয়ার রচিত ও জাফর আহমেদ পরিচালিত – দর্পন (হ্যামলেট) কট-টু-কাট। অভিনয় করেন- তিলক কর, প্রণব বড়–য়া, সফিকুল ইসলাম, সুমাইতা কবির, মারিয়া ইসলাম জাহিন ও জাফর রহমান। সংগীত ও বাদ্যযন্ত্রঃ আঢু রুমী, হিমু রোজারিও ও মারিয়া ইসলাম জাহিন।
দ্বিতীয় দিনও সেমিনার অনুষ্ঠিত হয়। টরন্টোর বিশিষ্ট নাট্যকার ও নাট্যনির্দেশক আকতার হোসেন “বাংলা নাট্যচর্চা, দেশে বিদেশে“ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন। আলোচনায় অংশ গ্রহন করেন সিডনি থেকে আগত নাট্য ব্যক্তিত্ব জন মার্টিন, ইমামুল হক ও আহমেদ হোসেন।
দ্বিতীয় দিন মোট চারটি নাটক মঞ্চস্থ হয়।
অপরিজিতা দাস রচিত ও পরিচালিত টরন্টো বেঙ্গলী ড্রামা গ্রæপের “হঠাৎ দেখা।” কথক-অভিষেক ভৌমিক ও পারমিতা ভট্টাচার্য।
নৃত্যে-পিয়ালী সাহা, দেবসমিতা মুখ্যার্জী ও সুদিপ্ত নন্দী।
আকতার হোসেনের রচনা ও পরিচালনায় “ইতিহাস দেশ সমাজে”র পরিবেশনা “ইচ্ছা পূরণ”। অভিনয় করেন অরুনা হায়দার, রোজিনা করিম কনক ও রেজা-ই-রাহিম স্বপন।
রবিউল আলম রচিত, রবিউল আলম ও হাবিবুল্লাহ দুলাল নির্দেশিত “বাংলাদেশ থিয়েটার টরন্টো”র -“এক যে ছিল দুই হুজুর”। অভিনয় করেন – সাকিফ, মহিউদ্দিন, অনুপ, সাজ্জাদ, নাজিয়া ও তানভী।
দুইদিন ব্যাপী নাট্য উৎসবের শেষ নাটক ছিল বিমল বন্ধ্যোপাধ্যায় রচিত, আহমেদ হোসেনের প্রয়োগে (ম‚ল নির্দেশনা – বাহার উদ্দিন খেলন) “অতঃপর হরেণ মন্ডল”। অভিনয় করেন – হাবিবুল্লাহ টরি, আহমেদ হোসেন, শামসুল আলম, মেহরাব রহমান ও রনি মজুমদার।
থিয়েটার ফেস্টিভ্যালে ২০১৯ উপলক্ষে হিমাদ্রি রায়ের সম্পাদনায় একটি স্বারক প্রকাশ করা হয়।
থিয়েটার ফেস্টিভ্যালে আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণের দায়িত্ব ছিলেন তীর্থংকর মহালাবিশ, মঞ্চ ব্যবস্থাপনায় মনির বাবু, ভিডিওতে নাদাম ইকবাল, অবহ সংগীতে খালেদ মোহাম্মদ আলী, শব্দ ও আলোক নিয়ন্ত্রনে লিটন কাজী ও সাদাকাত হোসেন।