মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের ৭ জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ কারণে মঙ্গলবার (২২ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার সঙ্গে সারাদেশের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক (পোর্ট ও ট্রাফিক) মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।
এছাড়াও ঢাকার সঙ্গে সারাদেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, ‘আগামীকাল (মঙ্গলবার, ২২ জুন) থেকে সাত জেলায় লকডাউনের কারণে সংশ্লিষ্ট এলাকায় গণপরিবহন চলাচল করতে পারবে না। তাই বাস চলাচল করতে হলে এসব জেলার ওপর দিয়ে আসতে হবে। কিন্তু লকডাউনের কারণে পুলিশ বাস আসতে দেবে না। তাই অটোমেটিকলি বাস বন্ধ হয়ে যাচ্ছে।’
পাশাপাশি যে সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে সেগুলোর যেখানে ট্রেন স্টেশন আছে সেখানে ট্রেনও থামবে না। এ বিষয়ে রাতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘মূলত গাজীপুর ও নারায়ণগঞ্জ স্টেশনে ট্রেন থামতে হয়, সেসব স্টেশনে থামবে না। যেসব জেলায় রেলস্টেশন আছে এবং লকডাউন করা হয়েছে সেসব স্টেশনেও থামবে না।’
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও রাজবাড়ী এই ৭ জেলায় আগামীকাল মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন বলবৎ থাকবে।
সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ৭ জেলায় কঠোর লকডাউনের ঘোষণা দেন।