মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে নবগঠিত মিলিশিয়া বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ জুন) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতে এই সংঘর্ষে দুই জন হতাহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তারপর থেকে দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভ চলে আসছে। এমনকি ক্ষমতাচ্যুত দল এনএলডিসহ অন্যান্য রাজনৈতিক দলের পলাতক নেতারা সেনাবিরোধী বেসামরিক ছায়া সরকার গঠন করেছে। সেনাদের বিরুদ্ধে লড়তে ছায়া সরকার প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে।
রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ছোট শহর ও প্রত্যন্ত এলাকাগুলোতে সেনাবাহিনীর সঙ্গে ছায়া সরকারের পিপলস ডিফেন্স ফোর্সের ছোটখাটো সংঘর্ষ হয়েছে। তবে মঙ্গলবার মান্দালেতে একটি ঘাঁটিতে সেনারা হামলা চালালে এর জবাব দেয় ডিফেন্স ফোর্স।
পিপলস ডিফেন্স ফোর্সের ক্যাপ্টেন তুন তাউক নাইং টেলিফোনে বলেছেন, ‘লড়াই শুরু হয়ে গেছে। আরো লড়াই হবে।’
স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ জানিয়েছে, যেখানে লড়াই চলছে সেখানে সেনাদের তিনটি সাঁজোয়া যান ছিল। ২০ সেনা সদস্য এই অভিযান চালিয়েছে।
মিজিমা নামে আরেকটি সংবাদমাধ্যম মিলিশিয়া গ্রুপটির এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, পিপলস ডিফেন্স ফোর্সের ছয় সদস্য গ্রেপ্তার হয়েছে এবং দুই সেনা সদস্য নিহত হয়েছে।