গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ১৪ হাজার ১৭২ জন।
এছাড়া, ২৬ জুন সকাল ৮টা থেকে ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত ৫ হাজার ২৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন।
রোববার (২৭ জুন) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ২৪৯ জন করোনা রোগী। এখন পর্যন্ত মোট করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।
গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৪০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। সুস্থতার হার ৯০ দশমিক ৫১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।