ইরানের পরমাণু কেন্দ্রের ছবি হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছে ইরান।
রোববার (২৭ জুন) দেশটির পার্লামেন্টের স্পিকার বলেছেন, তার দেশ কখনোই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে এসব ছবি হস্তান্তর করবে না।
আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরানের চুক্তি শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে…রেকর্ড করা কোনো তথ্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে হস্তান্তর করা হবে না এবং ছবি ও তথ্যের মালিকানা ইরানের কাছেই থাকবে।’
রয়টার্স জানিয়েছে, ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের সঙ্গে ছয় জাতির পরমাণু চুক্তিতে ফিরতে তেহরানের সঙ্গে যে আলোচনা চলছে, এই ঘোষণা আরও জটিলতা সৃষ্টি করতে পারে।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে ইরান চুক্তির অনেক শর্ত লঙ্ঘন করে তার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে।