কলকাতার সম্মানীত ও গুণী সংগীতশিল্পী কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৭ জুন) রাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
হাসপাতালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হাসপাতালে নিয়ে আসার পরও কবীর সুমনের শরীরে জ্বর ও শ্বাসকষ্ট ছিল। এখনো তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তার করোনা পরীক্ষাও করানো হয়েছে, এখনো রিপোর্ট আসেনি। আজ (২৮ জুন) তার বুকের এক্সরে ও রক্তপরীক্ষা করা হয়েছে।
আরেকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েকদিন ধরেই সর্দিজনিত সমস্যায় ভুগছিলেন কবীর সুমন। গলায় ব্যথা অনুভব করছিলেন। রোববার রাতে শারীরিক অবস্থা আরো খারাপ হয়। অক্সিজেন স্যাচুরেশন নামতে থাকে। শ্বাসকষ্টও শুরু হয় এই সংগীতশিল্পীর। এরপর কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।