মিয়ানমারে কারাগারে থাকা ৭০০ কারাবন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।
ইয়াঙ্গুনের কারাগারটির প্রধান নির্বাহী কর্মকর্তা জৌ জৌ জানিয়েছেন, মুক্তি পাওয়া কারাবন্দিদের মধ্যে দেশটির ক্ষমতাসীন জান্তাবিরোধী আন্দোলনের কয়েকজন কর্মীও থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
গত ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর সামরিক বাহিনীর বিরুদ্ধে দেশজুড়ে চলমান বিক্ষোভের বিভিন্ন পর্যায়ে গ্রেফতার করা হয়েছিল তাদের।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে অপসারণ ও বন্দি করে জাতীয় ক্ষমতায় আসীন হয় সামরিক বাহিনী। দেশটির সেনাপ্রধান মিন অং হ্লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন। মিয়ানমারের কারাবন্দিদের সহায়তা দানকারী বেসরকারী সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, এ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে ৮৮৩ জন নিহত হয়েছেন,এবং কারাগারে অন্তরীণ আছেন ৫ হাজার ২০০-এরও বেশি বিক্ষোভকারী।