ফিলিপিন্সে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছে। বিমানটির ধ্বংসাবশেষ থেকে ৪০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ জুলাই) সংবাদ সংস্থা এএফপি এমন তথ্য জানিয়েছে।
বিমানটিতে ৯২ জন আরোহী ছিল। এদের অধিকাংশই সেনা সদস্য, যারা সম্প্রতি প্রশিক্ষণ শেষ করেছেন।
এক বিবৃতিতে ফিলিপিন্সের বিমান বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে সি-১৩০ বিমানটি জোলো আইল্যান্ডে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানটিতে থাকা সেনারা দক্ষিণের দ্বীপ মিন্দানাওয়ের কাগায়ান ডি অরো থেকে রওনা দিয়েছিল।
সামরিক বাহিনীর প্রধান জেনারেল সবেজনা সাংবাদিকদের বলেন, ‘এটি রানওয়ে স্পর্শ করতে পারেনি, পুনরায় শক্তি সঞ্চয় করার চেষ্টা করলেও এটি ব্যর্থ হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, বিমানে হামলার কোনো চিহ্ন পাওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর তদন্ত শুরু হবে।