রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস ইতালির রোমের এক হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তার ‘কোলন ডাইভারটিকুলাইটিস’ রোগের অপারেশন হবে।
রোববার (৪ জুলাই) ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি এমন তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা আগেই ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ঐতিহ্যবাহী রোববারের বিশেষ প্রার্থনায় ‘সানডে অ্যাঙ্গেলাস প্রেয়ার’ এ অংশ নিয়েছিলেন পোপ ফ্রান্সিস।
এক বিবৃতিতে ভ্যাটিকান প্রেস অফিস, রোববার বিকেলে পোপ রোমের জেমেলিয়া হাসপাতালে গেছেন। সেখানে তার রোগের অপারেশন করা হবে। যা করবেন অধ্যাপক সার্জিও আলফিয়েরি। অপারেশনের পর তার সর্বশেষ অবস্থা জানানো হবে।
জানা যায়, যখন কারো মলাশয়ে (কোলন) ছোট ছোট থলির মতো কিছু তৈরি হয় তখন তাকে ‘কোলন ডাইভারটিকুলাইটিস’ রোগ আক্রান্ত হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত এই রোগের উপসর্গ থাকে না। এর কারণে অস্বস্তি এমনকি রক্তপাতের ঘটনাও ঘটতে পারে।