রেজাউল ইসলাম:–মেরী সাইমনকে যখন কানাডার গভর্নর জেনারেল হিসাবে অফিসিয়ালি মনোনীত করা হলো তখনই নির্ধারণ হয়ে গিয়েছিল, তিনিই হতে যাচ্ছেন কানাডার প্রথম আদিবাসী গভর্নর জেনারেল। আজ প্রেস কনফারেন্সের সময় প্রাইমিনিস্টার জাস্টিন ট্রুডো সাইমন এর নিয়োগকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেছেন।মেরী সাইমন বলেন, আমি সম্মানিত বোধ করছি এবং কানাডার প্রথম আদিবাসী গভর্নর জেনারেল হবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি।
নিন্মে কানাডার পরবর্তী গভর্নর জেনারেল সম্পর্কে কিছু মূল্যবান তথ্য দেওয়া হলোঃ
১) ইনুইটদের আজীবনকালীন অ্যাডভোকেট
মেরী সাইমন উত্তরপূর্ব কুইবেকে উনগাভা বে উপকূলে অবস্থিত একটি ছোট গ্রামের কুজুয়াক নামক অঞ্চল থেকে আসা একজন ইনুক। তিনি দীর্ঘ দিন যাবৎ ইনুইটদের অধিকার এবং সংস্কৃতির জন্য অ্যাডভোকেসী করেছেন।
২)সাইমন ইনুকটিটুট এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন
কানাডাতে রানীর প্রতিনিধির ভূমিকা পালনকারীকে ঐতিহ্যগতভাবে দোভাষী হতে হয় এবংগভর্নর জেনারেল কানাডার দুটি দাপ্তরিক ভাষাতেই অনর্গল কথা বলতে পারেন বলে প্রত্যাশা করা হয়।সাইমন ইংরেজি এবং ইনুকটিটুট উভয় ভাষাতে অনর্গল কথা বলতে পারেন। সাইমন বলেন তিনি ফান্স ভাষা শেখার জন্য পাঠ নিচ্ছেন এবং তিনি রিদু হলে কাজ শুরু করার পর ফ্রান্স অধ্যায়ন অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছেন। ফ্রান্স ভাষায় কথা বলতে না পারাকে অনেকে সাইমনের সমালোচনা করেছেন। কুইবেক কর্জাভেটিভ সিনেটর ক্লাউডে ক্রেইগনান বলেন, আমি এই নিয়োগে হতবাক হয়েছি। একজন প্রাইমিনিস্টার কিভাবে আট মিলিয়নের অধিক ফান্স ভাষাভাষী জনগনের সাথে কথা বলতে পারবেন না এমন একজনকে কানাডার গভর্নর জেনারেল হিসাবে নিয়োগের জন্য উপযুক্ত মনে করেন?
৩) একজন ঝানু মধ্যস্থতাকারী সাইমন
তার কর্মজীবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপোষ মিমাংসার সাথে যুক্ত ছিলেন। সাইমন ১৯৭৫ সালে জেমস বে এবং নর্দান কুইবেক চুক্তিতে ক্রি এবং ইনুইটের মধ্যে চুক্তি সম্পাদনে সাহায্য করেছিলেন। ১৯৯০ সালে সাইমন নুনাভুট ইম্পপ্লিমেনটেশন কমিশনের কমিশনার হিসাবে কাজ করেন যা পরবর্তীতে নুনাভূট টেরিটোরি প্রতিষ্ঠাতে ভূমিকা রেখেছিল।
৪) প্রথম ইনুক এম্বাসেডর
সাইমন হচ্ছেন প্রথম ইনুক যিনি কানাডা সরকারের পক্ষে এম্বাসেডর পদ অধিকার করেন। ১৯৯৪ সালে সাবেক প্রাইমিনিস্টার জেন চ্যারেটিন সাইমনকে প্রথম সার্কুমপোলার এফেয়ারের জন্য এম্বাসেডর নিযুক্ত করেন যা ২০০৬ সাল পর্যন্ত বলবৎ ছিল। এই সময়ে তার ভূমিকার কারণে এবং তার মধ্যস্ততায় এইট কান্ট্রি গ্রুপ যা আজ আর্টিক কাউন্সিল হিসাবে পরিচিত, সৃষ্টি হয়েছিল। সাইমন ইতিপূর্বে ডেনমার্কে কানাডার এম্বাসাডর নিযুক্ত ছিলেন, যা কানাডার কূটনীতিক মিশনকে সেই দেশে নেতৃত্ব দিয়েছিল ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত।
সিবিসি নিউজ থেকে অনুবাদকৃত।