যুক্তরাষ্ট্রের কুটনৈতিক ব্যক্তি ও সেনসদস্যদের লক্ষ্য করে গেল ২৪ ঘণ্টায় ইরাক ও সিরিয়ায় ৩টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়ছে। এতে দুজন আমেরিকান সার্ভিস সদস্য আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইরাকের কর্মকর্তারা বলেছেন, বুধবার (৭ জুলাই) ইরাকে অবস্থিত এক মার্কিন বিমান ঘাঁটিতে কমপক্ষে ১৪টি রকেট ছোঁড়া হয়েছে।
তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউই স্বীকার করেনি। তবে বিশ্লেষকদের দাবি, ঘটনাটি ইরান সমর্থিত মিলিশিয়ারা ঘটিয়ে থাকতে পারে।
গত মাসে ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় তাদের চার সদস্য নিহত হওয়ার পর থেকেই এর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো ইরানের সঙ্গে জোটবদ্ধ ইরাকি মিলিশিয়া গ্রুপগুলো। ধারণা করা হচ্ছে, হামলাটি ওই ঘটনার সঙ্গেই সম্পর্কযুক্ত।
মার্কিন সেনা কর্নেল ওয়েন মারোত্তো জানান, পশ্চিম ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে রকেট হামলায় দুজন আহত হয়েছেন। রকেটগুলো সেনাঘাটি ও তার আশপাশে আঘাত হেনেছে।
এদিকে, বৃহস্পতিবার (৮জুলাই) ভোরে বাগদাদের গ্রিন জোনের অভ্যন্তরে মার্কিন দূতাবাসে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইরাকের নিরাপত্তা ফোর্স জানিয়েছে, দূতাবাসের অ্যান্টি-রকেট সিস্টেম একটি রকেটকে অন্যদিকে সরিয়ে নিতে সফল হয়েছিল তবে অন্যটি জোনের কাছাকাছি স্থানে ভূপাতিত হয়েছে। তারা আরও জানায়, গ্রিন জোনের অভ্যন্তরে সরকারি ভবন ও বিদেশি মিশন রয়েছে। এই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি।