আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। দেশের উত্তরাঞ্চলে তালেবান অধিকৃত এলাকায় নতুন একটি পোস্টার দেখা গেছে। পোস্টারে নারীদের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ঢেকে চলা ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১০ জুলাই) রুশ সংবাদ সংস্থা স্পুৎনিক এমন তথ্য জানিয়েছে।
আফগান সাংবাদিক দাউদ জুবেনিশের এক টুইটের বরাত দিয়ে স্পুৎনিক জানিয়েছে, ওই পোস্টারে নারীদের কোনো পুরুষ স্বজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার নিদের্শনা দেওয়া হয়েছে।
নব্বইয়ের দশকে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর শরিয়াহ আইন চালু করেছিল। ওই সময় তারা নারীদের চলা ফেরার ক্ষেত্রে একই ধরনের নির্দেশনা দিয়েছিল।
এই পোস্টারের খবর প্রকাশের কয়েক দিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার জানিয়েছিল, তালেবান নিয়ন্ত্রিত এলাকায় নারীদের কর্মস্থলে যেতে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া নারীরা যেন পরিবারের পুরুষ সদস্যদের ছাড়া বাড়ির বাইরে না যায় সেই নির্দেশনা জারি করা হয়েছে। কোনো পুরুষ সঙ্গী ছাড়া দোকানে এলে নারীদের কাছে যেন পণ্য বিক্রি করা না হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।
তালেবানের প্রধান মুখপাত্র সুহাইল শাহিন অবশ্য এই প্রতিবেদনের দাবিকে অস্বীকার করেছেন।