তালেবানরা নিজেদের পতাকা উড়িয়েছে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে। গোষ্ঠীটির দাবি, এই সীমান্ত এখন তাদের নিয়ন্ত্রণে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কান্দাহারের কাছে স্পিন বোলদাক এলাকায় তালেবানের সাদা পতাকা উড়ছে। এই এলাকাটি সীমান্তের সবচেয়ে ব্যস্ত অঞ্চল। আফগানিস্তানের কান্দাহার হয়ে পাকিস্তানের বন্দরগুলোতে এই পথ দিয়ে যেতে হয়। প্রতিদিন গড়ে ৯০০ ট্রাক এই সীমান্ত দিয়ে যাতায়াত করে।
আফগান কর্মকর্তারা অবশ্য ওই সীমান্ত চৌকি তালেবানের হাতে চলে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
বিবিসি জানিয়েছে, তালেবান কোনো বাঁধা ছাড়াই ওই সীমান্ত এলাকা দখল করেছে। তাদেরকে পাকিস্তানি সীমান্তরক্ষীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।
সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখল করতে শুরু করেছে তালেবান। ইরান, তাজিকিস্তান ও তুর্কেমেনিস্তান সীমান্ত এলাকা তাদের দখলে চলে গেছে। গত সপ্তাহে তালেবানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা দখল করে নিয়েছে।