ড. শামসুল আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রোববার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় বঙ্গবভনে এ শপথ অনুষ্ঠিত হয়। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শামসুল আলম দীর্ঘ ১২ বছর ধরে জিইডিতে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেছেন। গত ৩০ জুন তার মেয়াদ শেষ হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে এই পদে প্রতিমন্ত্রীর নিয়োগ কার্যকর হয়। রাষ্ট্রপতি এর আগে বাংলাদেশ সংবিধানের ধারা-৫৬ (অনুচ্ছেদ-২) অনুযায়ী প্রজাতন্ত্রের প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। নতুন মন্ত্রিপরিষদ সদস্য সংবিধান ও রাষ্ট্রের সার্বভৌমত্ব সংরক্ষণ, ও সুরক্ষার অঙ্গীকার ব্যক্ত করে শপথ গ্রহন করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে তিনি পদ এবং গোপনীয়তার শপথও করেছেন।