মহামারি করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে ইরান ও পাকিস্তানে। ইরানে গেল ১ দিনে ৩১ হাজার ৮১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ।
করোনায় মারা গেছে ৩২২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯ হাজার ১২২ জন। আর করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ লাখ ২০ হাজার।
ইরানে করোনাভাইরাসের পঞ্চম ঢেউ চলছে। মধ্যপ্রাচ্যের দেশটি ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহ রূপ দেখছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গেছে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শঙ্কা করা হচ্ছে আগামী সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে প্রতিদিন ৯ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হতে পারে। আর সেটা হলে পরিস্থিতি হবে আরো ভয়াবহ।
এদিকে পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা ২২ মে এর পর একদিনে সর্বোচ্চ। পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।
চলতি বছরের ২১ মে পাকিস্তানে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ৭ জন আক্রান্ত হয়েছিল। আর জুন মাসে সেটা কমে দিনে ৬৬৩ হয়েছিল। কিন্তু জুলাই মাসের ৭ তারিখ থেকে পাকিস্তানে আবার বাড়তে শুরু করে করোনার সংক্রমণ। আর সেটা এখন রেকর্ড ভাঙতে শুরু করেছে।
গেল ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৪৮ জন।