গত সাত মাসের মধ্যে চীনে করোনার সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের কারণে মহামারি নিয়ন্ত্রণ এখন বেইজিংয়ের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ২০১৯ সালে উহানে মহামারি প্রাদুর্ভাবের পর দ্বিতীয়বারের মতো বহু এলাকায় লকডাউন ঘোষণা ও গণপরীক্ষা শুরু হয়েছে।
মঙ্গলবার চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টাায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০৮ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। শনাক্তদের অধিকাংশেরই পূর্বাঞ্চলীয় শহর ইয়াংঝু নগরীর বাসিন্দাদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। শহরের ৪৬ লাখ বাসিন্দাদের পঞ্চমবারের মতো করোনা শনাক্ত পরীক্ষা করা হয়েছে।
এর আগে গত জানুয়ারিতে এক দিনে সর্বোচ্চ ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদের অধিকাংশই ছিল উত্তরাঞ্চলে।