তুরস্কে অভিবাসনবিরোধী সহিংস বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা সিরীয় অভিবাসীদের বাড়িঘর, দোকান ও গাড়ি ভাংচুর করেছে।
বুধবার রাতে মারামারির সময় এক সিরীয় দুই তুর্কি পুরুষকে ছুরিকাঘাত করে বলে খবর বের হয়। এদের মধ্যে এক জন মারা গেলে অভিবাসীদের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিবিসি জানিয়েছে, কয়েকশ স্থানীয় বাসিন্দা রাজধানী আঙ্কারায় সিরীয় অভিবাসী ও শরণার্থীদের আবাসিক এলাকা ঘিরে ফেলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক দল মানুষ গাড়ি উল্টে ফেলছে ও দোকানপাট ভাংচুর করছে। এসময় অনেকে সিরীয়দের বাড়িঘরও ভাংচুর করে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশকে কিছু সিরীয়কে বাসে করে আশেপাশের এলাকায় সরিয়ে নেয়।
রাতে আঙ্কারার গভর্নরের দপ্তর জানিয়েছে, পুলিশের ব্যাপক প্রচেষ্টায় সহিংস বিক্ষোভ শেষ হয়েছে।
তুরস্কে অনেক রাজনীতিবিদ অভিবাসীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের দাবিতে প্রচারণা চালাচ্ছেন। এর জেরে সম্প্রতি দেশটিতে অভিবাসন বিরোধী মনোভাব তীব্র হচ্ছে।