চীনের হুবেইতে প্রবল বৃষ্টিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে।
সম্প্রতি চীনে নজিরবিহীন ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। গত মাসে দেশটিতে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ১০০ জনের মৃত্যু হয়েছে।
হুবেই প্রদেশের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ব্যুরো জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে ভূমিধস হয়েছে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং প্রায় ছয় হাজার মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। বাঁধগুলোতে পানি বিপদসীমায় চলে গেছে।
শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিনহুয়া জানিয়েছে, বুধবার থেকে শহরগুলোতে প্রবল বৃষ্টির কারণে ২১ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে চার জন।’
সংবাদমাধ্যমটিতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইচেং শহরে স্থানীয়রা প্লাস্টিকের ব্যাগে করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কোমর পর্যন্ত পানি পেরিয়ে নিরাপদ স্থানের দিকে যাচ্ছেন। বৃহস্পতিবার এই শহরটিতে ৪৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সুইঝু শহরের এক বাসিন্দা বলেন, ‘গতকাল পানি দুই থেকে তিন মিটার বেড়েছিল। আমার প্রতিবেশীর বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’