আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়েছেন।
রোববার (১৫ আগস্ট) সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
রয়টার্সের পক্ষ থেকে প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয়, ‘নিরাপত্তার কারণে তারা আশরাফ গনির অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারছেন না।’
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন।
তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, আশরাফ গনি কোথায় আছেন বিষয়টি তারা খোঁজ নিয়ে দেখছেন।
এর আগে রোববার রাজধানী কাবুলের দরজায় প্রবেশের পর তালেবান ঘোষণা দিয়েছিল, পদত্যাগ করলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেসহ ক্ষমতাসীন দলের নেতাদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দেবে তারা।