আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তালেবানদের আক্রমণের মুখে তিনি পালিয়ে গেছেন- এটা পুরানো খবর। তবে নতুন তথ্য হলো পালিয়ে যাওয়ার সময় প্রচুর নগদ টাকা সঙ্গে করে নিয়ে গেছেন তিনি।
সোমবার (১৬ আগস্ট) কাবুলের রাশিয়ান দুতাবাস জানিয়েছে, রোববার পালিয়ে গেছেন আফগান প্রেসিডেন্ট। যাওয়ার সময় তিনি চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভরে টাকা নিয়ে গেছেন। তিনি এত বেশি টাকার ব্যাগ নিয়ে আসেন যে এই চারটি গাড়ি ও একটি হেলিকপ্টারে শেষপর্যন্ত সব ব্যাগ তোলা যায়নি। জায়গা হয়নি। বাধ্য হয়ে কিছু ব্যাগ রেখে গেছেন তিনি। আরআইএ বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।
পলাতক আফগান প্রেসিডেন্ট তাজিকিস্তানে আছেন, নাকি অন্য কোথাও গেছেন-তা এখনো নিশ্চিত নয়। পালিয়ে যাওয়ার পর ফেসবুকে ভিডিও বার্তায় আশরাফ গনি বলেন, রক্তপাত এড়াতেই তিনি এই পালিয়ে যাওয়ার পথ বেছে নিয়েছেন।
আমেরিকা এবং ইউরোপের দূতাবাসগুলো আফগানিস্তান থেকে তাদের কূটনীতিকদের ফিরিয়ে নিলেও রাশিয়া জানিয়েছে, তাদের কূটনীতিকরা এখনো কাবুলে অবস্থান করছে। তালেবানদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হবে সেই আশায় আছে রাশিয়া। এই মুহূর্তে আফগানিস্তানের শাসকদের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তারা কোন তাড়াহুড়ো করছে না বলে জানিয়েছে রাশিয়া। জানিয়েছে, পুরো পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে।
তবে এভাবে টাকার ব্যাগ নিয়ে আফগান প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার এই দৃশ্য নিজ চোখে দেখেননি বলে জানান নিকিতা। তিনি জানান, বিমানবন্দরে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে এই তথ্য পেয়েছেন তিনি।