সম্প্রতি আফগানিস্তানের দখল নেয় তালেবানরা। তারপর থেকে পুরুষ ক্রিকেট নিয়ে চলতে থাকে অনিশ্চয়তা। অবশেষে তার দূর হলো পাকিস্তান সিরিজ সূচি অনুযায়ী এগোতে থাকায়।
রোববার (২২ আগস্ট) দেশের ক্রিকেট বোর্ডে এলো বড় পরিবর্তন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে আজিজুল্লাহ ফজলিকে ফেরানো হলো।
এসিবি প্রধানের দায়িত্ব আগেও পালন করেছিলেন ফজলি। আতিফ মশালের পদত্যাগের পর ২০১৮ সালের সেপ্টেম্বরে নিয়োগ পান তিনি। তবে ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের বিশ্বকাপে আফগানিস্তানের ব্যর্থতায় ওই বছর জুলাইয়ে তার স্থলাভিষিক্ত হন ফারহান ইউসুফজাই।
রোববার এসিবি কর্মকর্তাদের সঙ্গে তালেবানের একটি বৈঠক শেষে ফজলি চেয়ারম্যান পদে ফিরলেন। প্রায় দুই দশক ধরে আফগানিস্তান ক্রিকেটের প্রসারে সহযোগিতা করছেন তিনি। দেশে ক্রিকেট প্রতিষ্ঠা হয়েছিল যে খেলোয়াড়দের হাত ধরে, তাদের একজন ফজলি।এছাড়া অতীতে এসিবির ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টার ভূমিকাতেও ছিলেন। দেশের ঘরোয়া ও আঞ্চলিক ক্রিকেটেও তার সংশ্লিষ্টতা রয়েছে।
ফজলির প্রথম কাজই হবে শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে আফগানদের ওয়ানডে সিরিজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা। কাবুল বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ। এই পরিস্থিতিতে তাদের পরিকল্পনা, সড়কপথে আফগান খেলোয়াড়দের পাকিস্তানে পাঠানো এবং সেখান থেকে শ্রীলঙ্কার বিমান ধরা।