যুক্তরাষ্ট্রের টেনেসিতে বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ প্রায় ২০ জন বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ। এখনো নিখোঁজ অনেকে। এ ঘটনায় মৃত মানুষের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর সিএনএনএর।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ওয়েভারলির পুলিশ প্রধান গ্রান্ট গিলেস্পি জানান, গত দুই সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে এ অঞ্চলে। বন্যার পানিতে প্রাণহানির ঘটনার পাশাপাশি বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
গিলেম্পি জানান, ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ওয়েভেরলির স্কুল, ঘরবাড়ি এবং বিভিন্ন স্থাপনাসহ অনেক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এদিকে, বন্যার পানিতে টেনেসির রাস্তাঘাট ও সেতুগুলো তলিয়ে গেছে। বিদ্যুৎ–বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্যাকবলিত মানুষকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। উদ্ধারকারীরা বাড়ি বাড়ি গিয়ে লোকজনের খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এদিকে, বন্যার পানিতে টেনেসির রাস্তাঘাট ও সেতুগুলো তলিয়ে গেছে। বিদ্যুৎ–বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্যাকবলিত মানুষকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। উদ্ধারকারীরা বাড়ি বাড়ি গিয়ে লোকজনের খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।