আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। তার মধ্যে শিশু এবং নারীও রয়েছে। আহত হয়েছে আরো দেড় শতাধিক।
এই হামলায় ১২ জন মার্কিন সেনা নিহত হয়েছে। যা আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের যুদ্ধের ইতিহাসে কোনো হামলায় সবচেয়ে বেশি সৈন্য নিহত হওয়ার ঘটনা।
এদিকে এই হামলার পেছনে ইসলামিক স্টেট তথা আইএসের আফগান শাখা জড়িত থাকতে পারে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
হামলার পর পরই মার্কিন সেনারা বিমানবন্দর সিলগালা করে দিয়েছে। এর ফলে গেল দুই দশক ধরে যে ১০ হাজার আফগান যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছেন তারা বিপাকে পড়েছেন।